আপনি এখন আমাদের সাইট TravelerATIQ.com এ আছেন। এই গোপনীয়তা নীতি বর্ণনা করে যে আমরা কীভাবে আমাদের সাইট এবং এর সেবাগুলো সরবরাহ করি। এছাড়াও আমরা কিভাবে আপনার (“ব্যক্তিগত তথ্য”) সংগ্রহ করি, সুরক্ষিত করি এবং ব্যবহার করি ইত্যাদি।
এই ব্লগসাইট টি ব্যবহার করতে, আপনাকে নীচে নির্দিষ্ট করা আমাদের শর্তাদি এবং নীতি অনুসরণ করতে হবে। আর যদি আপনি এই সাইট ব্যাবহার করা চালিয়ে যান তাহলে আমরা ধরে নিব যে আপনি আমাদের নিতিমালায় সম্মত।
টেক ল্যাব বাংলা সাইটের গোপনীয়তা বিধিমালা বা নীতি
আপনার গোপনীয়তা
আপনার গোপনীয়তা আমাদের কাছে অধিকতর গুরুত্বপূর্ণ। আপনি বিনা সংকোচে নিশ্চিন্তে আমাদের ব্লগের যেকোন লেখা/পাতায় যেতে পারেন।
বাচ্চাদের থেকে গোপনীয়তা
বাচ্চাদের ক্ষেত্রে কঠোর গোপনীয়তা পালন করা হয়েছে। তার কারন এই ব্লগে ছোট থেকে বড় সবাই আসে তাই এমন কোন লেখা/কন্টেন্ট দেয়া হয়নি যাতে বিব্রতিকর অবস্হায় পরতে হয়। সেজন্য বাচ্চাদের মানে ১৮+ এর নীচে যারা তারা এ ব্লগে আসতে পারবে।
ব্যক্তিগত তথ্য সংগ্রহ
আমরা আমাদের ব্লগসাইট টিকে আরও অ্যাক্সেসযোগ্য করার জন্য আপনার কিছু ডেটা সংগ্রহ করি। যখন কেউ এই ব্লগে আসে তখন তার আইপি এড্রেস আমাদের সার্ভারে জমা হয়। কিন্তু আমরা আপনার এই আইপি এড্রেসকে ট্র্যাক করি না বা অন্য কোথাও শেয়ার করি না।
আমরা সাবস্ক্রিপশন ফর্ম, যোগাযোগের ফর্ম বা আমাদের সাইটে যে কোনও মন্তব্যে আপনার দ্বারা পূরণ করা যে কোন তথ্য আমাদের ব্লগসাইটে সংরক্ষণ করতে পারি। যেমন; অপনার ইমেল, ওয়েব সাইট, নাম, ফোন নম্বর, ঠিকানা, বা এরকম অন্য কোনও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারি, তবে আমরা আপনার গোপনিয়তাকে গুরুত্ব দিয়ে কখনই এই তথ্য গুলো অন্য কোথাও শেয়ার করি না।
কুকিজ ব্যবহার
আমরা আমাদের সাইটে কুকি ব্যবহার করি। কুকিজ হ’ল কিছু তথ্যের একটি ফাইল যা আমাদের ব্লগসাইট এর সার্ভার দ্বারা প্রেরিত হয়ে কোনও ব্যবহারকারীর কম্পিউটারে (ওয়েব ব্রাউজারে) সঞ্চিত থাকে। কুকি আপনার পিসির আইপি ঠিকানা, ফর্ম ডেটা ইত্যাদির মতো অন্তর্ভুক্ত ডেটা সংগ্রহ করতে পারে। আপনি চাইলে আপনার ব্রাউজার থেকে কুকিজ সাফ করতে এবং এটিকে অস্বীকার করতে পারবেন।
কুকি সম্পর্কে জানতে আমাদের কুকি নীতি দেখুন।
সংগৃহীত তথ্যের ব্যবহার
আপনার কাছ থেকে আমরা যে তথ্য সংগ্রহ করি তা আপনার কার্যকলাপকে ব্যক্তিগতকৃত করতে ব্যবহার করা হতে পারে। আমাদের ব্লগসাইট থেকে আরও উন্নত গ্রাহক পরিষেবা দিতে আমরা আপনার এ সকল তথ্য ব্যবহার করে থাকি। আমরা সর্বদা আপনার তথ্যের গোপনিয়তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
থার্ড পার্টি সাইটের লিংক
এই সাইটে বা ব্লগের লেখায়/কন্টেন্ট এ অনেক রকম থার্ড পার্টি সাইটের লিংক ব্যবহার করা হয় যা আমাদের দ্বারা রক্ষণাবেক্ষণ বা চেক করা হয় না। তবে আমরা জানামতে এমন কোন থার্ড পার্টি সাইটের লিংক ব্যহার করি না যাতে ভাইরাস/স্প্যাম/ম্যালওয়ার থাকে। আর যদি কোন লিংকের এরকম অবস্থা হয়েছে জানতে পারি তাহলে অতি সত্তর তা অপসরন করে থাকি।
আমাদের ব্লগসাইট বিভিন্ন সাইটের সাথে সংযুক্ত হতে পারে, তবে আমরা এই জাতীয় বিভিন্ন ওয়েবসাইটের সুরক্ষা/গোপনীয়তা বিধিমালা বা নীতি অনুশীলনের দায়িত্বে নেই না এবং অন্য কোনও সাইটে আপনার সরবরাহিত তথ্য সুরক্ষার জন্য আমরা দায়ী নই।
গোপনীয়তা পরিবর্তনের নীতিমালা
আমাদের ব্লগের যাবতীয় গোপনীয়তা নীতিমালা যেকোন সময় বিনা নোটিসে পরিবর্তন হতে পারে। যথারিতি আপডিট কৃত সকল তথ্য এই পাতায় যুক্ত করা হবে।
যোগাযোগ
এই গোপনীয়তা নীতিমালা নিয়ে কোন প্রশ্ন, অভিযোগ বা আমাদের ব্লগসাইট সম্পর্কিত আপনার যদি আরও কোনও তথ্যের প্রয়োজন থাকে, তাহলে দয়া করে যোগাযোগ পাতা ব্যবহার করে আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করুন।